Header Ads

Header ADS

কতটুকু জায়গায় কত পিস কোয়েল পাখি পালন করা যায়

 ## কতটুকু জায়গায় কত পিস কোয়েল পাখি পালন করা যায়ঃ

আমরা সাধারণত দুইভাবে কোয়েল পালন করে থাকি ১।ফ্লোরিং পদ্ধতিতে ২।খাচায় কোয়েল পালন।


লিটার বা ফ্লোরিং পদ্ধতিতে কোয়েল পালন করলে সাধারনত জায়গা বেশি লাগে কিন্তু খাঁচায় পালন করলে জায়গা কম লাগবে।

মনে করেন বিষয়টি এমন, টিন সীট বাসা আর ৫ তলা বিশিষ্ট ফ্ল্যাট বাসা। টিন সীট বাসায় যদি ৩ টি পরিবার থাকে তাহলে সেই একই জায়গায় ৫ তলা বিশিষ্ট ফ্ল্যাট বাসায় ১৫ টি পরিবার থাকবে 

তেমনি করে লিটার বা ফ্লোরিং করে যে জায়গায় ৩০০ পাখি পালন করা যাবে সেই সেইম জায়গায় ৫ তাক বিশিষ্ট খাঁচাতে ১৫০০ টি কোয়েল পালন করা যাবে ইনশাআল্লাহ্‌ 


## কত স্কয়ার ফিট জায়গায় কত পিস পাখি পালন করা জায়ঃ

ধরে নিলাম আপনার কোয়েল পালনের শেড বা খাঁচার দৈঘ্য ১৫ ফিট এবং প্রস্থ ১০ ফিট তাহলে মোট জায়গা হবে ১৫x১০=১৫০ বর্গ ফিট বা ১৫০ স্কয়ার ফিট 



## লিটারে জায়গা বরাদ্দঃ

লিটার বা ফ্লোরিং পদ্ধতিতে প্রতি বর্গ ফিট জায়গায় ৫-৬ টি পূর্ণ বয়স্ক পাখি পালন করা যায়।


আপনার কোয়েল পালনের শেড এর দৈঘ্য ১৫ ফিট এবং প্রস্থ ১০ ফিট তাহলে মোট জাগয়ার পরিমাণ হবে ১৫x১০=১৫০ বর্গ ফিট বা ১৫০ স্কয়ার ফিট।


তাহলে এই ১৫০ বর্গ ফিট বা ১৫০ স্কয়ার ফিটে আপনি পূর্ণ বয়স্ক পাখি রাখতে পারবেন প্রায়=১৫০X৫=৭৫০ পিস কোয়েল (বাস্তবে পালন করি ৫০০ পিস)


এতএব, লিটার পদ্ধতিতে ১৫০ স্কয়ার ফিট জায়গায় সর্বনিম্ন ৫০০ পিস কোয়েল পালন করা যাবে।


## খাঁচায় জায়গা বরাদ্দঃ

খাঁচাতে প্রতি বর্গ ফুট জায়গায় ৬-৭ টি পূর্ণ বয়স্ক পাখি পালন করা যায়।


আপনার কোয়েল পালনের খাঁচার দৈঘ্য ১৫ ফিট এবং প্রস্থ ১০ ফিট তাহলে মোট জায়গা হবে ১৫X১০=১৫০ বর্গ ফিট বা স্কয়ার ফিট।


আর এই ১৫০ স্কয়ার ফিটে আপনি পূর্ণ বয়স্ক পাখি রাখতে পারবেন প্রায়=১৫০X৬=৯০০ পিস কোয়েল (বাস্তবে পালন করি ৭০০ পিস)

সুতরাং আপনার খাঁচাটি ৫ তাল বিশিষ্ট হলে পূর্ণ বয়স্ক পাখি রাখতে পারবেন প্রায় ৭০০X৫= ৩৫০০ পিস কোয়েল পাখি।


এতএব, খাঁচাতে ১৫০ স্কয়ার ফিট জায়গায় সর্বনিম্ন ৩৫০০ -৪০০০ হাজার পিস কোয়েল পালন করা যাবে।


অনেক সময় কোয়েল পালনে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন খামারিরা তারা তাদের ইচ্ছে মত কম-বেশি করে কোয়েল পাখি পালন করে থাকে।


কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে কে কোন কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনার কমেন্টের রিপ্লাই দিবো ইনশাআল্লাহ্‌ পাশাপাশি আপনার কমেন্টের পেক্ষাপটে নতুন ভিডিও আসতে পারে ...

Powered by Blogger.